সীমান্তের নিরাপত্তা ভেঙে স্পেনের ছিটমহলে শতাধিক অভিবাসীর প্রবেশ

মরক্কো থেকে সীমান্তের নিরাপত্তা বেষ্টনি অতিক্রম করে সাব-সাহার অঞ্চলের শতাধিক অভিবাসী স্পেনের সিউটা ছিটমহলে প্রবেশে করেছেন। সোমবার ভোরের দিকে সীমান্তের গেট দিয়ে এসব অভিবাসী ছিটমহলটিতে ঢুকে পড়েন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

20170807T083607Z_1_LYNXMPED760GG_RTROPTP_4_SPAINMIGRANTS

রয়টার্সের খবরে বলা হয়েছে, সাধারণত সীমান্তের ৬ মিটার উঁচু দেয়াল অতিক্রম করে স্পেনের দুটি ছিটমহলে প্রবেশের চেষ্টা করে থাকেন। সিউটা ও মেলিলা ছিটমহলের সীমান্তে ধারালো ওয়্যার রয়েছে। কিন্তু সোমবার সকালে এক সঙ্গে শতাধিক অভিবাসী সীমান্তের একটি ফটক দিয়ে সিউটাতে প্রবেশ করেন। সীমান্ত নিয়ন্ত্রণে ফটকটি ব্যবহার করা হতো। এক সঙ্গে এতো বেশি অভিবাসী প্রবেশ করায় মরক্কো ও স্পেনের নিরাপত্তাবাহিনী হতচকিত হয়ে পড়ে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

আন্তর্জাতিক ত্রাণ সংস্থা রেড ক্রস জানিয়েছে, সকালে সীমান্ত অতিক্রম করতে সংস্থাটি ১৮৬জন অভিবাসীকে সহযোগিতা করেছে। চার অভিবাসীকে হাসপাতালে নেওয়া হয়েছে।

রয়টার্স জানিয়েছে, অভিবাসীরা ছিটমহলে প্রবেশ করলে সাধারণত তাদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাদের হয় স্পেনে নিয়ে যাওয়া হয় অথবা নিজ দেশে ফেরত পাঠানো হয়।

ইউরোপে প্রবেশের জন্য অনেক অভিবাসী স্পেনে প্রবেশ করেন। এসব অভিবাসীরা মূলত সিউটা ও মেলিলা ছিটমহল দিয়ে স্পেনে প্রবেশ করেন। এসব অভিবাসী উত্তর আফ্রিকা থেকে সাগর পথে আসেন বলে ধারণা করা হয়।

রেডক্রস জানিয়েছে, গত সপ্তাহ পর্যন্ত তাদের হিসেবে মতে ৭ হাজার ৪৯৯ অভিবাসী সিউটা ও মেলিলা দিয়ে চলতি বছর স্পেনে প্রবেশে করেছেন। গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ৩ হাজার ৬০০জন। সূত্র: রয়টার্স।

/এএ/