পশ্চিমা মূল্যবোধের প্রতি হুমকি ট্রাম্প ও পুতিন: ম্যাক্রোঁ

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, পশ্চিমা মূল্যবোধ ও সহিষ্ণুতার প্রতি হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তাদের ইউরোপ থেকে বিচ্ছিন্ন করতে হিতে বিপরীত ঘটতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে ম্যাক্রোঁ এ কথা জানিয়েছেন।

এমানুয়েল ম্যাক্রোঁ

ফরাসি প্রেসিডেন্ট বলেন, আপনারা যদি তাদের ইউরোপ ও আমাদের মূল্যবোধ থেকে দূরে ঠেলে দিতে চান, যদি তাদের বলেন যে আপনারা আমাদের মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন, তাহলে তাদেরকে সঙ্গে পাওয়া যাবে না।

সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে লুভর জাদুঘরের শাখা উদ্বোধনের সময় ফরাসি প্রেসিডেন্ট এসব কথা বলেন। তিনি এ অঞ্চলে সহিষ্ণুতা ও বৈচিত্র্যতার প্রতীক হিসেবে এই জাদুঘরকে আখ্যায়িত করেছেন।

এর আগে গত সপ্তাহে এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেছিলেন, মুসলিম বিশ্বের একাধিক সংঘাত ও যুদ্ধের কেন্দ্রে আমরা অবস্থান করছি। মুক্ত ইসলামকে যারা সমর্থন করে তাদের রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।