মেসির সঙ্গে স্বপ্নের সাক্ষাৎ সিরীয় শরণার্থী কিশোরীর

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি ও বার্সেলোনার খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করার স্বপ্ন পূরণ হয়েছে এক সিরীয় শরণার্থী কিশোরীর। ডিসেম্বরের প্রথম সপ্তাহে লা লিগার একটি খেলা দেখার জন্য বার্সা কর্তৃপক্ষ তাকে আমন্ত্রণ জানিয়েছিল।

মেসির সঙ্গে নুজিন

১৮ বছরের নুজিন মুস্তফা সেরেব্রাল পালসি রোগে আক্রান্ত। হুইল চেয়ার ছাড়া হাঁটাচলা করতে পারেন না। দুই বছর আগে যুদ্ধ কবলিত সিরিয়ার আলেপ্পো থেকে বোন নাসরিনের সঙ্গে পালিয়ে আসেন তিনি।

আলেপ্পো থেকে পালাতে দুই বোন ৫ হাজার ৬০০ কিলোমিটার ভ্রমণ শেষে জার্মানির কোলন শহরে পৌঁছান। সেখানে তারা শরণার্থী হিসেবে আশ্রয় পান। ক্লাব কর্তৃপক্ষ জানতে পারে নুজিন বার্সেলোনার একজন সমর্থক। আর নুজিনকে অবাক করে দিয়ে কর্তৃপক্ষ তাকে স্পেন নিয়ে আসার ব্যবস্থা করে। ২ ডিসেম্বর বার্সা মুখোমুখি হয় সেল্টা ভিগোর বিপক্ষে। ম্যাচটি দেখতে উপস্থিত হন এই কিশোরী।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নুজিন জানায়, শিশু সুলভ মুখ রয়েছে মেসির। বয়স ত্রিশ পার হলেও তাকে অনেক কম বয়সী মনে হয়। আমি তাকে ২০০৭ সাল থেকে চিনি।  ওই সময় তাকে শিশুর মতো লাগত।

মেসির সঙ্গে সাক্ষাৎ হলে নুজিন তাকে বলেন, আপনি বদলে গেছেন। এখন আপনাকে পূর্ণ বয়স্ক মনে হয়।

মেসি সম্পর্কে নুজিন জানায়, তিনি খুব লাজুক পুরুষ। এখনও তা পাল্টায়নি।

এই কিশোরীর আশা বার্সা ২০০৯ সালের মতো আবারও এক মওসুমে ছয়টি শিরোপা জিতবে। ওই সময় বার্সেলোনা কিংস কাপ, লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ সুপার কাপ, ইউরোপিয়ান সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছিল।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) প্রতীকে পরিণত হয়েছেন নুজিন। তিনি কথা বলতে পারেন আরবি, ফরাসি, ইংরেজি ও জার্মান ভাষায়। তার আশা, একদিন তার দেশে শান্তি ফিরে আসবে। সূত্র: মিডল ইস্ট মনিটর।