স্পেনে ৩২৮ ফুট গভীর কুয়ায় ২ বছরের শিশু, উদ্ধারে প্রয়োজন আরও সময়

কুয়ায় পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশু জুলেনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, শিশুটিকে উদ্ধার করতে তাদের আরও কয়েকদিন লেগে যাবে। এখন ওই কুয়ার পাশে নতুন করে আরেকটি কুয়া খননের কথা ভাবা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাবার দৃষ্টির সীমার মধ্যে থাকা অবস্থাতেই গত রবিবার (১৩ জানুয়ারি) শিশুটি কুয়ার ভেতর পড়ে যায়। স্থানটি দক্ষিণ স্পেনের মালাগাতে।908

উদ্ধারকারীরা ক্যামেরা ব্যবহার করে শিশুটির অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। কিন্তু কুয়ার ভেতরের ব্যাস মাত্র ১০ ইঞ্চি। কিন্তু কুয়াটি ৩২৮ ফুট গভীর। এখন উদ্ধারকর্মীরা পরিকল্পনা করছেন, কুয়াটির পাশে নতুন আরেকটি কুয়া খনন করার। উদ্ধার প্রচেষ্টার এক পর্যায়ে কুয়ার ভেতর থেকে কিছু ময়লা উঠে আসে। তার মধ্যে পাওয়া যায় চুল। ডিএনএ পরীক্ষা করে দেখা গেছে, ওই চুল সংশ্লিষ্ট শিশুটিরই। এখন পর্যন্ত তার বেঁচে থাকার কোনও প্রমাণ পওয়া যায়নি। তবে উদ্ধারকারীরা তাকে জীবিত উদ্ধার করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ।

খনন বিশেষজ্ঞ জুয়ান এস্কোবার মন্তব্য করেছেন, ‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে, যত দ্রুত সম্ভব শিশুটির কাছে পৌঁছানো, সেটা আড়াআড়ি হোক আর উলম্বভাবে হোক। দুই দিনের মধ্যে এই কাজ শেষ করা খুবই কঠিন বিষয় হয়ে যাবে।’ স্পেনের একজন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা মারিয়া গামেজ উপস্থিত সাংবাদিকদের বলেছেন, ‘যতক্ষণ না পর্যন্ত আমরা তাকে উদ্ধার করতে পারছি ততক্ষণ তৎপরতা চলবে। তাকে উদ্ধার করতে পারার বিষয়ে, আমরা আত্মবিশ্বাসী।’

আটকে পড়া শিশু জুলেনের পরিবারের আগেও এরকম একটি দুঃখজনক স্মৃতি আছে। ২০১৭ সালে জুলেনের বড় ভাই মাত্র তিন বছর বয়সে সমুদ্র তীরে হাঁটতে হাঁটতে মারা যায়। জুলেন যেখানে আটকে রয়েছে সেখান থেকে ওই সমুদ্র সৈকতটি বেশি দূরে নয়।