শ্রীলঙ্কায় ‘নৃশংস সহিংসতা’র নিন্দা পোপ ফ্রান্সিসের

ক্যাথলিক ধর্মালম্বীদের শীর্ষনেতা পোপ ফ্রান্সিস ইস্টার সানডে ডে শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও চারটি হোটেলে সিরিজ বোমা হামলায় দেড় শতাধিক মানুষ নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন। ভ্যাটিকানে ইস্টার সানডে উপলক্ষে জড়ো হওয়া জমায়েতের উদ্দেশে দেওয়া ভাষণে এই নিন্দা জানান তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

2247

রবিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে রাজধানী কলম্বো ও তার আশেপাশের তিনটি গির্জা এবং তিনটি হোটেলে আটটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ভয়াবহ সিরিজ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ইতোমধ্যেই ৫০০ ছাড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  হতাহতদের মধ্যে ৩৫ বিদেশি পর্যটকও রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। হামলার পর দেশটিতে কারফিউ জারি করা হয়েছে। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে জনপ্রিয় সব সামাজিক যোগাযোগমাধ্যম।  দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। 

ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে জড়ো হওয়া কয়েক হাজার মানুষের উদ্দেশে পোপ ফ্রান্সিস বলেন, অত্যন্ত দুঃখ ও বেদনার সঙ্গে জানতে পারলাম আজকের ইস্টারের দিন শ্রীলঙ্কার গির্জা ও অন্য স্থানে ভয়াবহ হামলা মানুষের জন্য শোক নিয়ে এসেছে। এই নৃশংস সহিংসতায় প্রার্থনায় জড়ো হওয়া এবং অন্যান্য নিহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

পোপ ফ্রান্সিস আরও বলেন, যারা মর্মান্তিকভাবে মারা গেছেন এবং আহত হয়েছেন আমি ঈশ্বরের কাছে তাদের জন্য প্রার্থনা করছি। আমি তাদের জন্যও প্রার্থনা করছি যারা এই ভয়াবহ ঘটনায় দুর্ভোগের শিকার হয়েছেন।