বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলট আটকে পড়লেন বিদ্যুতের তারে

বেলজিয়ামের বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। দুই পাইলট বিধ্বস্ত বিমান থেকে ব্রিটানির প্লাভিগনারে প্যারাশুট নিয়ে নেমেছেন। এ সময় একজন পাইলট উচ্চ ভোল্টের বিদ্যুতের তারে আটকে পড়েন। উদ্ধার হওয়ার আগ পর্যন্ত দুই ঘণ্টার বেশি সময় তিনি বিদ্যুতের তারে ঝুলে ছিলেন।

_108867088_pilot_1_pa

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, দুই পাইলট সামান্য আহত হয়েছেন। বিমানটি ক্ষেতে পড়ার আগে অন্তত একটি বাড়ির ছাদ ভেঙে দিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিদ্যুতের তারে আটকে পড়া পাইলটকে দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধার করেছে ফরাসি জরুরি সেবা কর্তৃপক্ষ। বিদ্যুতের তারটি ছিল আড়াই লাখ ভোল্টের।

বেলজিয়াম বিমানবাহিনীর কমান্ডার ফ্রেডেরিক ভানসিনা জানান, বিমানটি দেড় হাজার ফুট উপর দিয়ে উড়ছিল। বেলজিয়ামের ফ্লোরেনেস থেকে ফরাসি ঘাঁটি লরিয়েঁতে পরীক্ষামূলক ফ্লাইট অনুশীলন করছিল।

ফরাসি সংবাদমাধ্যম লে টেলিগ্রাম একটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে, পাইলটের প্যারাশুট বিদ্যুতের তারে আটকে গেছে। আর ঝুলে আছেন তিনি।