ইতালিতে করোনায় আরও এক বাংলাদেশির মৃত্যু

ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার দুপুরে মিলানের একটি হাসপাতালে অপু (৪২) নামের এই প্রবাসীর মৃত্যু হয়। এই নিয়ে ইতালিতে করোনা আক্রান্ত হয়ে দুজন বাংলাদেশির মৃত্যু হলো।

777
ইতালির মিলানে বসবাসরত প্রবাসী বাংলাদেশী সাংবাদিক তুহিন মাহামুদ মুঠোফোনে অপুর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। এর আগে গত সপ্তাহে গোলাম মাওলা নামের এক বাংলাদেশি করোনায় মারা যান।
জানা গেছে, বাংলাদেশে অপুর বাড়ি ঢাকায়। তিনি দীর্ঘদিন ধরে মিলান শহরে বসবাসরত ছিলেন। তার ফুলের ব্যবসা রয়েছে।
ইতালিতে তিনি সন্তানসহ বাস করতেন।
সোমবার ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে মোট আক্রান্তের ১ লাখ ১ হাজার ৭৩৯ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১১ হাজার ৫৯১ জনের। আর সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬২০ জন।