ইউরোপে করোনার ‘উল্লেখযোগ্য’ পুনরুত্থানে উদ্বিগ্ন ডব্লিউএইচও

সংক্রমণ ঠেকাতে জারি করা বিধিনিষেধ প্রত্যাহারের এক মাসের মাথায় ইউরোপে সাপ্তাহিক করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার সংস্থাটি (ডব্লিউএইচও)-র আঞ্চলিক পরিচালক ড. হান্স হেনরি ক্লুগ সতর্ক করে বলেছেন, সংক্রমণের পুনরুত্থানের ঝুঁকি বাস্তবতায় পরিণত হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

_113096667_mediaitem113096663

ড. হান্স হেনরি ক্লুগ বলেছেন, আর্মেনিয়া, সুইডেন, মালডোবা ও নর্থ মেসিডোনিয়াসহ ১১টি স্থানে সংক্রমণের দ্রুততর সংক্রমণ খুব তাৎপর্যপূর্ণ পুনরুত্থান। 

বিশ্ব সংস্থার আঞ্চলিক পরিচালক আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ভাইরাসের বিস্তার মোকাবিলায় যদি পদক্ষেপ গ্রহণ করা নয় তাহলে স্বাস্থ্য ব্যবস্থা আবারও খাদের কিনারায় চলে যেতে পারে।

ডব্লিউএইচও’র তথ্য অনুসারে, ইউরোপে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা ২৬ লাখের বেশি ও মৃত্যু হয়েছে ১ লাখ ৯৫ হাজার মানুষের। এখন তা ইউরোপীয় অঞ্চল, মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ায় ৫৪টি দেশ ও ৭ টি ভূখণ্ডে ছড়াচ্ছে। প্রতিদিন ২০ হাজারের বেশি আক্রান্ত শনাক্ত ও ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হচ্ছে।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ড. ক্লুগ বলেন, কয়েক সপ্তাহ ধরে ইউরোপের অনেক দেশ বিধিনিষেধ শিথিল করতে থাকলে আমি পুনরুত্থানের বিষয়ে সর্তক করেছিলাম। ইউরোপের বেশ কয়েকটি দেশে এখন এই ঝুঁকিটি বাস্তবে পরিণত হয়েছে। গত দুই সপ্তাহে ৩০টি দেশে নতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা জানান, পোল্যান্ড, জার্মানি, স্পেন ও ইসরায়েল বিপজ্জনক সংক্রমণ ঠেকাতে দ্রুত পদক্ষেপ নিয়ে স্কুল, কয়লাখনি, খাদ্য উৎপাদন কেন্দ্র বন্ধ করেছে। দ্রুত পদক্ষেপের ফলে বিস্তার নিয়ন্ত্রণে এসেছে।

পুনরুত্থানের বিষয়ে সতর্ক করলেও ড. ক্লুগ জানান, ডব্লিউএইচও ধারণা করছে গ্রীষ্মে বেশিরভাগ দেশেই পরিস্থিতির উন্নতি হতে পারে।