ইইউ বহির্ভূত ভ্রমণ বন্ধ করছে ফ্রান্স

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সীমান্তে নতুন করে কড়াকাড়ি আরোপ করার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন কাস্টেক্স। তবে দেশব্যাপী নতুন লকডাউন জারির বিষয়টি নাকচ করে দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, রবিবার থেকে জরুরি প্রয়োজন ছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বহির্ভূত ভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে। ইইউ নাগরিকদের জন্য কোভিড-১৯ পরীক্ষা বাধ্যতামূলক এবং তা আরও কঠোর করা হবে।

ফরাসী প্রধানমন্ত্রী জানান, সান্ধ্যকালীন কারফিউ বাস্তবায়ন ও বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশের নজরদারি বাড়ানো হবে।

করোনা ঠেকাতে নতুন বিধিনিষেধ কঠোর করা হলেও ফ্রান্সে সংক্রমণের হার বেশি। এই নতুন ভ্রমণ বিধিনিষেধ যুক্তরাজ্যের ওপর প্রভাব ফেলবে। দেশটি এখন আর ইইউ সদস্য রাষ্ট্র নয়। তবে ব্রিটিশ পরিবহনমন্ত্রী জানিয়েছেন, এতে পরিবহন বাধাগ্রস্ত হবে না।

শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কতার পর ফ্রান্সে তৃতীয় লকডাউন জারির আশঙ্কা ছড়িয়ে পড়ে। শুক্রবার প্রতিরক্ষা ও নিরাপত্তা বৈঠকের টেলিভিশনে প্রচারিত বক্তব্যে কাস্টেক্স বলেন, লকডাউনের ভয়াবহ প্রভাব সম্পর্কে আমরা জানি। আজ রাতে আমরা গত কয়েক দিনের তথ্য পর্যালোচনা করেছি। আমরা মনে করছি এখনও আরেকটি লকডাউন এড়ানোর সুযোগ রয়েছে।