করোনাজয়ীদের জন্য এক ডোজ ভ্যাকসিন

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া ব্যক্তিদের এক ডোজ ভ্যাকসিন প্রয়োগের সুপারিশ করেছে ফ্রান্স। বিশ্বের প্রথম দেশ হিসেবে শুক্রবার দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ এই সুপারিশ করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কর্তৃক অনুমোদন পাওয়া করোনাভাইরাসের তিনটি ভ্যাকসিনই দুটি ডোজ করে প্রয়োগ করা হচ্ছে। দুটি ডোজ প্রয়োগের মধ্যে ব্যবধান রাখা হচ্ছে কয়েক সপ্তাহ। ক্লিনিক্যাল ট্রায়ালে কয়েক সপ্তাহের ব্যবধানে দুটি ডোজ নিলে ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা বাড়ে বলে প্রমাণিত হয়েছে।

ফ্রান্সের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ শুক্রবার বলেছে, আক্রান্ত হওয়ার পর যারা সুস্থ হয়ে গেছেন তাদের দেহে এক ডোজ ভ্যাকসিনে সৃষ্ট প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। ফলে তাদের জন্য ভ্যাকসিনের একটি ডোজই যথেষ্ট।

এক বিবৃতিতে বলা হয়েছে, এক ডোজেই তাদের দেহের ইমিউন ব্যবস্থাকে মনে করিয়ে দেবে কীভাবে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে হবে।

ফরাসি কর্তৃপক্ষ সুপারিশ করেছে, করোনা আক্রান্ত থেকে সুস্থ হওয়ার তিন ও ছয় মাসের মধ্যে এক ডোজ ভ্যাকসিন প্রয়োগের।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই মুহূর্তে কোনও দেশেই করোনাজয়ীদের জন্য এক ডোজ ভ্যাকসিনের সুনির্দিষ্ট অবস্থান নেই।

কয়েক সপ্তাহ ধরে ফ্রান্সে ভ্যাকসিন কর্মসূচি গতি পেয়েছে। তবে এখনও যা যথেষ্ট নয় বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত ২১ লাখ মানুষ অন্তত এক ডোজ ভ্যাকসিন নিয়েছেন। দুটি ডোজ নিয়েছেন এমন মানুষের সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৮০০।

ফ্রান্সে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৩৪ লাখ।

সাম্প্রতিক দুটি মার্কিন গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে, করোনাজয়ীদের জন্য হয়ত একটি ডোজই কার্যকর। একটি গবেষণায় বলা হয়েছে, সুস্থ হওয়ার পর যারা এক ডোজ ভ্যাকসিন নেবেন তাদের দেহে দুটি ডোজের মতোই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে।

জনসন অ্যান্ড জনসন এক ডোজের একটি ভ্যাকসিন উদ্ভাবন করেছে। তবে এখনও তা ইইউ ও যুক্তরাষ্ট্রে অনুমোদন পায়নি।