সব সম্প্রদায়ের জন্য খুলে গেল ফ্রান্সের মসজিদগুলো

ইসলাম এবং মুসলমানদের সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করার লক্ষ্যে ফ্রান্সের মসজিদগুলো সব সম্প্রদায়ের প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মসজিদগুলোতে শনিবার থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। সেখানে তাদের চা ও কেক দিয়ে আপ্যায়ন করা হবে। সেখানে আলোচনা, কর্মশালা ও বিতর্ক হবে। প্রার্থনা করা হবে সবার জন্য।

মুসলিম নেতারা জানান, ফ্রান্সে ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে অনেক ভূল ধারণা বদ্ধমূল হয়ে আছে। তারা সবাইকে মসজিদে আমন্ত্রণ জানিয়ে সেই ধারণা ভেঙে দিতে চান। সব সম্প্রদায়ের মধ্যে খোলামেলা আলোচনার সুযোগ তৈরি করার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ফ্রান্সে গত বছর ব্যাঙ্গ ম্যাগাজিন ‘শার্লি এবদো’ এবং এক ইহুদি সুপারমার্কেটে হামলার প্রথম বার্ষিকীতে এই উদ্যোগ নেওয়া হলো।

ফ্রান্সে মুসলিমদের সবচেয়ে বড় সংগঠন ‘ফ্রেঞ্চ কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ’র প্রধান আনোয়ার কিবিবেচ জানান, তারা মানুষে মানুষে সংহতির ওপর জোর দিতে চান।

ফ্রান্সে গত বছর বেশ কয়েকটি জঙ্গি হামলার পর সেখানে মুসলিম বিদ্বেষের ঘটনা বাড়ছে। ইউরোপে সবচেয়ে বেশি মুসলমানরা বাস করে ফ্রান্সে। এদের বেশিরভাগই এসেছেন উত্তর আফ্রিকার সাবেক ফরাসী উপনিবেশগুলো থেকে। সূত্র: বিবিসি বাংলা।

/এএ/