দুবাইয়ের সেই রাজকন্যাকে স্পেনে দেখা গেছে

গত কয়েক মাস ধরে কোনও খোঁজ না পাওয়া দুবাইয়ের শাসকের মেয়ে রাজকন্যা লতিফার নতুন একটি ছবি সামনে এসেছে। ইন্সটাগ্রামে পোস্ট করা এই ছবিতে তাকে এক বন্ধুর সঙ্গে স্পেনের মাদ্রিদ বিমানবন্দরে দেখা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রিন্সেস লতিফা হচ্ছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ২৫ ছেলেমেয়ের একজন। ২০১৮ সালের ফেব্রয়ারি মাসে পারিবারিক বিধিনিষেধ ভাঙার চেষ্টায় পালাতে গিয়ে তিনি ভারত মহাসাগরে একটি নৌকায় ধরা পড়েন এবং কমান্ডোরা তাকে দুবাইয়ে ফিরিয়ে নেয়। গত ফেব্রুয়ারিতে বিবিসি তার একটি ফুটেজ প্রচার করে। তাতে রাজকন্যা লতিফা দাবি করেন তাকে একটি ভিলায় আটকে রাখা হয়েছে আর জীবনের শঙ্কা প্রকাশ করেন তিনি।

ওই ফুটেজ প্রচারের পর জাতিসংঘ রাজকন্যা লতিফার বেঁচে থাকার নিশ্চিত প্রমাণ দাবি করে। জাতিসংঘের মানবাধিকার কর্মীরা তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানায়। সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ পরে জানায় বাড়িতেই তার যত্ন নেওয়া হচ্ছে। ওই বিবৃতিতে বলা হয়, ‘তিনি উন্নতি করা অব্যাহত রেখেছেন আর আমরা আশা করছি যথাযথ সময়ে তিনি প্রকাশ্য জীবনে ফিরবেন।’

রাজকন্যা লতিফার সাম্প্রতিক ছবিটি পোস্ট করেছেন তার দীর্ঘদিনের বন্ধু সিয়োন্ড টেইলর। মে মাসের মাঝামাঝি থেকে এ পর্যন্ত তিনি রাজকন্যার তিনটি ছবি পোস্ট করেছেন করেছেন। সাম্প্রতিক ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘লতিফার সঙ্গে বিপুল আনন্দের ইউরোপিয়ান হলিডে। ঘুরতে বিপুল আনন্দ পাচ্ছি।’ ছবিতে দুই নারীকেই মাস্ক পরে মাদ্রিদ-বাজারাস বিমানবন্দরে দেখা গেছে।

ফ্রি লতিফা ক্যাম্পেইনের সহ প্রতিষ্ঠাতা ডেভিড হাইফ এক বিবৃতিতে বলেছেন, লতিফাকে পাসপোর্ট পেতে, ঘুরে বেড়াতে এবং বাড়তি স্বাধীনতা পেতে দেখে খুশি হয়েছি। তিনি জানান, রাজকন্যা সরাসরি ফ্রি লতিফা টিমের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে এই মুহূর্তে এর বেশি কিছু জানাতে রাজি হননি তিনি।

গত মে মাসে সিয়োন্ড টেইলর আরও দুইটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেন। তাতে রাজকন্যা লতিফাকে দুবাইয়ের একটি শপিং মল এবং একটি রেস্টুরেন্টে দেখা যায়।