কাস্পিয়ান সাগরে বিস্ফোরণ

আজারবাইজানের রাজধানী বাকু-র উপকূলের কাছে কাস্পিয়ান সাগরে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। তবে রবিবারের এ বিস্ফোরণের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। দেশটির পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় বিজ্ঞান একাডেমির রিপাবলিকান সিসমিক সার্ভে সেন্টার এই তদন্তকাজ পরিচালনা করছে।

আজারবাইজানের রাষ্ট্রীয় তেল সংস্থা সোকারের জনসংযোগ ও ইভেন্ট বিভাগের উপ-প্রধান ইব্রাহিম আহমাদভ। তিনি বলেন, সামুদ্রিক প্ল্যাটফর্ম এবং সংস্থার প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন কোথাও এমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি। সংস্থার স্বাভাবিক কাজকর্ম যথারীতি অব্যাহত রয়েছে।

কিছু বিশেষজ্ঞ জানিয়েছেন যে, বিস্ফোরণটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সঙ্গে সম্পর্কিত। রিপাবলিকান সিসমিক সার্ভে সেন্টারের প্রধান গুরবান ইয়েতির্মিশালী জানান, এমনটা ঘটতে পারে। তদন্ত চলছে। অন্যদিকে উমিদ গ্যাস ক্ষেত্রের একটি ট্যাংকার থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে বলে মনে করছেন জ্বালানি খাতের কর্মকর্তারা। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমেই জানা যাবে বলে আশা করা হচ্ছে।