আল্পস পর্বতমালায় তুষার ধসে নিহত ৩, নিখোঁজ ২০

আল্পস পর্বতমালায় তুষার ধসে নিহত ৩ফ্রান্সের পূর্বাঞ্চলে আল্পস পর্বতমালায় তুষার ধসে দুই শিশুসহ এক ইউক্রেনীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন মারাত্মকভাবে আহত হয়েছেন। এছাড়া এখনো বরফের মধ্যে নিখোঁজ রয়েছেন কমপক্ষে ২০ জন। বুধবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে আল্পস পর্বতমালার পাদদেশে অবস্থিত লেস ডিলাক্স এলাকার একটি স্কি রিসোর্টে এই ঘটনা ঘটে।
ইতোমধ্যেই উদ্ধারকারীরা ঘটনাস্থলে হেলিকপ্টার ও কুকুর সঙ্গে নিয়ে কাজ শুরু করেছেন। তারা স্কি রিসোর্টটিতে থাকা অনেককেই উদ্ধার করেছেন। তবে নিখোঁজদের সন্ধানে এখনো সেখানে অভিযান চলছে।
উদ্ধারকারীরা জানান, উদ্ধারকৃতদের মধ্যে দুজন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। আর আরেক জনকে পাওয়া গেছে অচেতন অবস্থায়। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।  
এদিকে আল্পসে স্কি করতে যেয়ে এই প্রাণহানীর ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। সূত্র: বিবিসি ও রয়টার্স    

/এসএম/