মারা গেলো বিষাক্ত মাশরুম খাওয়া সেই আফগান শিশু

তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর আফগানিস্তান ত্যাগ করা পাঁচ বছর বয়সী এক আফগান শিশুর মৃত্যু হয়েছে। পোল্যান্ডে একটি শরণার্থী কেন্দ্রে বিষাক্ত মাশরুম খাওয়ার পর বৃহস্পতিবার হাসপাতালে তার মৃত্যু হয়।

এক চিকিৎসক জানান, বিষাক্ত মাশরুম খাওয়া শিশুটির ছয় বছর বয়সী ভাইয়ের লিভার ট্রান্সপ্লান্ট করা হয়েছে। কিন্তু সে গুরুতর অসুস্থ।

২৩ আগস্ট পোল্যান্ড পৌঁছার পর শিশুদের ওয়াশ’র কাছে একটি শরণার্থী কেন্দ্রে রাখা হয়েছিল। একদিন পর তারা মাশরুম খায় এবং পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।

বৃহস্পতিবার শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চিকিৎসক মারেক মিগডাল বলেন, দুর্ভাগ্যবশত আমরা শিশুদের সহযোগিতা করতে পারিনি। তার মস্তিষ্কে ক্ষতি হওয়াতে ভাইয়ের মতো লিভার ট্রান্সপ্লান্ট করা যায়নি।

১৭ বছর বয়সী আরেক আফগান কিশোরীও একই কেন্দ্রে মাশরুম খাওয়ার পর চিকিৎসাধীন ছিল। তবে সুস্থ হওয়ার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

দেশটির প্রসিকিউটর জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আফগান পরিবারটি কাছের জঙ্গল থেকে মাশরুম সংগ্রহ করে তা দিয়ে একটি স্যুপ বানায়।

পর্যাপ্ত খাবার না দেওয়ার ফলে শরণার্থীরা এই মাশরুম খেয়েছে বলে প্রকাশিত খবর অস্বীকার করেছেন স্থানীয় কর্মকর্তারা।

বিদেশিদের জন্য কার্যালয়ের এক মুখপাত্র জ্যাকুব দুদজিয়াক জানান, আফগানদের দিনে তিনবার খাবার দেওয়া হচ্ছে। সূত্র: বিবিসি