হুমকির পর বাড়ানো হলো ডাচ প্রধানমন্ত্রীর নিরাপত্তা

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুত্তের নিরাপত্তা ব্যাপক পরিমাণে বাড়ানো হয়েছে। পুলিশ মাদক ব্যবসা সংশ্লিষ্ট অপরাধীদের সম্ভাব্য হামলার ইঙ্গিত পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বিষয়ে অবগত সূত্রের বরাতে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

নেদারল্যান্ডসে বন্দুক সহিংসতার ঘটনা বেশ বিরল। তবে গত কয়েক বছরে আন্ডারওয়ার্ল্ডের লোকেরা কিছু এলাকার নিয়ন্ত্রণের জন্য মরিয়া হয়ে ওঠায় মাদক ব্যবসা সংক্রান্ত হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে।

সরকারি একটি সূত্র প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাড়ানোর খবর নিশ্চিত করেছে। তবে ডাচ ন্যাশনাল সিকিউরিটি কর্তৃপক্ষ এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ওই খবরের বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী মার্ক রুত্তে বলেন, ‘নিরাপত্তা এবং সুরক্ষার ইস্যুতে কখনোই প্রকাশে আলাপ করা যায় না।’

মার্ক রুত্তের রক্ষণশীল সরকার সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছে। তবে গত ১১ বছর ধরে ক্ষমতাও থেকেও সীমিত পরিমাণ ব্যক্তিগত সুরক্ষা নিয়েছেন এই প্রধানমন্ত্রী। রাজধানী হেগের রাস্তায় প্রায়ই সাইকেল চালিয়ে বাড়ি থেকে সরকারি অফিসে যেতে দেখা যায় তাকে। সেই সময় পথচারীদের সেলফি তোলার আব্দারও মিটিয়ে থাকেন তিনি।

মাদক ব্যবসায় সহিংসতা বাড়ার ইঙ্গিত হিসেবে গত জুলাইতে আমস্টারডামে প্রকাশ্য দিনের আলোতে খুন হন সুপরিচিত ডাচ ক্রাইম রিপোর্টার পিটার আর দে ভ্রাইস। একটি চাঞ্চল্যকার মাদক মামলায় স্বাক্ষ্য দেওয়ার পর খুন হন তিনি।