বিশ্বের বৃহৎ ১০ অর্থনীতির একটি হবে তুরস্ক: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, তার দেশ বিশ্বের বৃহৎ ১০ অর্থনীতির একটিতে পরিণত হবে। শনিবার নিজ দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি সাফাক।

এরদোয়ান বলেন, ‘আমরা অবশ্যই বিশ্বের বৃহৎ ১০ অর্থনীতির একটি হওয়ার লক্ষ্যে পৌঁছাব। আমাদের প্রচেষ্টায় কোনও প্রকার ক্ষান্ত না দিয়ে আমরা সেই লক্ষ্যের পেছনে ছুটছি।’

তিনি বলেন, তুরস্কের অর্থনীতিতে একটি শক্ত ভিতের ওপর দাঁড় করাতে তার সরকার দেশে ও বিদেশে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এজন্য বিনিয়োগ, উৎপাদন, রফতানি ও কর্মসংস্থানের ওপর জোর দেওয়া হচ্ছে।

এই সপ্তাহে আফ্রিকার তিন দেশ সফর করেন তুর্কি প্রেসিডেন্ট। এ সম্পর্কে এরদোয়ান বলেন, তুরস্ক এমন একটি অঞ্চলে তার প্রভাব বিস্তার করছে যেখানে ১৫ থেকে ২০ বছর আগে আঙ্কারার ন্যূনতম উপস্থিতি ছিল।

এরদোয়ান বলেন, আফ্রিকার দেশগুলোর সঙ্গে আমাদের মোট বাণিজ্যের পরিমাণ এখন ২৫ বিলিয়ন ডলারের বেশি। অঞ্চলটি জুড়ে তুরস্কের ছয় বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ রয়েছে।

তিনি বলেন, তুর্কি বিশ্ববিদ্যালয়গুলো থেকে স্নাতক সম্পন্ন করা ১১ হাজারেরও বেশি আফ্রিকান তাদের দেশে তুরস্কের জন্য স্বেচ্ছাসেবী দূত হিসেবে কাজ করছে।