ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি বেলারুশের

সীমান্তে অবস্থান নেওয়া শরণার্থী নিয়ে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বেলারুশ ও পোল্যান্ডের মধ্যে। এখন তা এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। সীমান্ত সংকটে বেলারুশকে দায়ী করে নিষেধাজ্ঞারও হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে এবার নিষেধাজ্ঞা আরোপ করলে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধের পাল্টা হুমকি দিয়েছে মিনস্ক।

বৃহস্পতিবার এক ঘোষণায় হুমকি দিয়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সেন্ডার লুকাশেঙ্কো বলেন, ‘ইউরোপ যদি ফের নিষেধাজ্ঞা দেয় তবে আমরাও ছেড়ে কথা বলবো না’।

গত কয়েকদিন ধরে পোল্যান্ড হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুই হাজারের বেশি শরণার্থী। তাবু বসিয়ে অবস্থান নিয়েছেন তারা। প্রচণ্ড ঠাণ্ডায় মানবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

পোল্যান্ড-বেলারুশ সীমান্তে মানবিক সংকট

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এদের বেশিরভাগই মধ্যপ্রাচ্য থেকে আসা। এই সংকটের জন্য মিনস্ককে দায়ী করছে ইইউ। এর আগেও বিভিন্ন কারণে বেলারুশের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ইউরোপ। এখন সীমান্তে শরণার্থী ইস্যুতে দেশটিতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে।

প্রতিক্রিয়ায় বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো রাশিয়ার গ্যাস পাইপলাইন, যা বেলারুশ হয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পৌঁছেছে। এই গুরুত্বপূর্ণ লাইন বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘আমরা ইউরোপকে গরম রাখি, আর তারা আমাদের হুমকি দিচ্ছে। আমরা যদি প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বন্ধ করে দিই? সেজন্য পোল্যান্ড, লিথুনিয়ার নেতা ও অন্যান্য নির্বোধদের বলতে চাই, ভেবে কথা কাজ করবেন’। লুকাশেঙ্কোর হুঁশিয়ারি নিয়ে এখনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইইউ’র।