ইউক্রেন সীমান্তের কাছে লাখখানেক রুশ সেনা!

ইউক্রেনের সীমান্তের কাছে প্রায় লাখখানেক রুশ সেনা রয়েছে। এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ভলোদিমির জেলেনস্কি বলেন, সীমান্তের কাছে সক্রিয় রুশ সেনাদের গতিবিধি সম্পর্কে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে তথ্য সরবরাহ করছে।

তিনি বলেন, আশা করি পুরো দুনিয়া এখন স্পষ্টভাবে দেখতে পাবে, কারা আসলেই শান্তি চায় এবং কারা আমাদের সীমান্তে প্রায় এক লাখ সেনা জড়ো করেছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউক্রেন সীমান্তের কাছে রুশ সেনাদের যে গতিবিধি সেটি সম্ভাব্য হামলার আশঙ্কা তৈরি করেছে।

এদিকে শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কৃষ্ণ সাগরে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অনির্ধারিত মহড়া মস্কোর জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছে।