সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগ

ডেনমার্কে সাবেক প্রতিরক্ষামন্ত্রী ক্লাউস জর্ট ফ্রেডেরিকসেনের বিরুদ্ধে দেশটির রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গের আইনে অভিযোগ আনা হয়েছে। শুক্রবার তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ডেনিশ মন্ত্রী তার বিরুদ্ধে কোন গোপনীয়তা ফাঁসের অভিযোগ আনা হয়েছে তা জানাননি। তবে দাবি করেছেন, ডেনমার্কের ক্ষতি হয় এমন কিছু তিনি কখনও করবেন না।

সোমবার জানা গেছিল, একই অভিযোগ আনা হয়েছে ডেনমার্কের সাবেক বৈদেশিক গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে। লার্স ফিন্ডসেন একমাসের বেশি সময় ধরে কারাগারে রয়েছে। তার বিরুদ্ধে টপ সিক্রেট তথ্য ফাঁসের অভিযোগ আনা হয়েছে।

সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা দাবি করেছেন, এই অভিযোগ পাগলামী। তিনি দোষ স্বীকার করবেন না।

সাবেক মন্ত্রী জানান, তিনি একটি রাজনৈতিক ইস্যুতে কথা বলেছেন। তবে কোন বিষয় তা উল্লেখ করেননি।

২০১৯ সাল পর্যন্ত তিন বছর ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন ফ্রেডেরিকসেন। একই সঙ্গে তিনি দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর কমিটির চেয়ারম্যানও ছিলেন।