রাশিয়াকে নতুন আলোচনায় বসার আহ্বান ন্যাটো প্রধানের

ইউক্রেন সংকট নিয়ে রাশিয়াকে নতুন আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টোলটেনবার্গ। তবে নতুন আলোচনায় বসার আগে ইউরোপের কাছে নিজেদের সরবরাহ করা নিরাপত্তা দাবির তালিকার উত্তর চায় মস্কো।

মঙ্গলবার বার্লিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্টোলটেনবার্গ বলেন তিনি ন্যাটো-রাশিয়া কাউন্সিলকে একাধিক বৈঠকের প্রস্তাব দিয়েছেন। যাতে করে ইউক্রেনের বিরুদ্ধে কোনও সামরিক হামলা ঠেকানোর উপায় খুঁজে পাওয়ার চেষ্টা করা যায়।

নতুন আলোচনা কবে শুরু হতে পারে তার কোনও সুনির্দিষ্ট তারিখ জানাননি ন্যাটো মহাসচিব। তবে তিনি বলেছেন, আলোচনা নিকট ভবিষ্যতে হতে পারে বলে ইঙ্গিত মিলছে। জার্মান চ্যান্সেলর ওলাফ শ্যুলজের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে স্টোলটেনবার্গ বলেন, ‘একটা সংঘাতের ঝুঁকি বাস্তব। এখন মূল কাজ হলো রাজনৈতিক উপায় এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অগ্রগতি অর্জন করা।’

সম্প্রতি ইউক্রেন সীমান্তে দশ হাজার সেনা সমাবেশ ঘটায় মস্কো। এতে কিয়েভ ও তাদের পশ্চিমা মিত্ররা আশঙ্কা করতে থাকে রাশিয়া ২০১৪ সালের পর আবারও ইউক্রেনে আগ্রাসন চালাতে পারে।

এদিকে, ইউক্রেন সীমান্তে ক্রেমলিনের হাজার হাজার সেনা মোতায়েনের বিষয়ে গত সপ্তাহে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে আলোচনা উত্তেজনা নিরসনে ব্যর্থ হয়েছে। এরপরই ইউক্রেন সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এই সফরের মধ্য দিয়ে তিনি দেশটির প্রতি মার্কিন সমর্থনের জানান দেবেন।