ইউক্রেনের নেতৃত্ব পরিবর্তনের চেষ্টার খবর অস্বীকার রাশিয়ার

ইউক্রেনের নেতৃত্ব পরিবর্তনের চেষ্টার খবর অস্বীকার করেছে রাশিয়া। রবিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুক্তরাজ্যের এ সংক্রান্ত দাবি প্রত্যাখ্যান করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এবিসি নিউজ।

যুক্তরাজ্যের দাবি, রুশপন্থী হিসেবে পরিচিত ইউক্রেনের সাবেক এমপি ইয়েভগেন মুরাইয়েভ-কে দেশটির ক্ষমতায় বসানোর চেষ্টা করছে রাশিয়া। এর অংশ হিসেবে এরইমধ্যে ইউক্রেনের সাবেক রাজনীতিকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে রুশ গোয়েন্দারা।

শনিবার ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন দাবির এক দিনের মাথায় এ ইস্যুতে নিজের প্রতিক্রিয়া জানালো মস্কো।

এবিসি নিউজের খবরে বলা হয়েছে, মস্কোর পছন্দের ইয়েভগেন মুরাইয়েভ-এর দল খুবই ছোট। ইউক্রেনের পার্লামেন্টে তাদের কোনও প্রতিনিধিত্ব নেই। দলটিকে রাশিয়া ও পুতিনের প্রতি সহানুভূতিশীল হিসেবে বিবেচনা করা হয়। তবে রবিবার মুরাইয়েভ তার দলকে এভাবে চিহ্নিত করার সমালোচনা করেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তি নবলেন, ‘ইউক্রেনে পশ্চিমাপন্থী এবং রুশপন্থী রাজনীতিবিদদের সময় চিরদিনের জন্য চলে গেছে।’