রাশিয়া বলছে হামলার পরিকল্পনা নেই, ইউক্রেন বলছে, প্রমাণ দাও

কিয়েভে আক্রমণের কোনও পরিকল্পনা নেই রাশিয়ার, তবে এর প্রমাণ দেখানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কি। শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। জেলেনস্কি উপস্থিত সাংবাদিকদের সামনে বলেন, তারা (রাশিয়া) বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন জায়গায় বলে আসছে আক্রমণ করবে না। অত্যন্ত এ বিষয়ে কিছু প্রমাণ উপস্থাপন করুক।

একইদিন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ক্রেমলিন কিয়েভের সঙ্গে সংঘাতে জড়াতে চাইছে না। রাশিয়া যুদ্ধ চায় না। তার আগে আগামী ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর জবাবেই যুদ্ধে না জড়ানোর দাবি করেন ল্যাভরভ।

তবে মস্কোর কাছ থেকে এখন এর প্রমাণ চেয়ে বসলো ইউক্রেন। এর অবশ্য কারণও রয়েছে। ইউক্রেনের সীমান্তের কাছে এক লাখের বেশি রুশ সেনা অবস্থান করছে। প্রতিনিয়তই সীমান্ত এলাকায় মহড়া চালিয়ে যাচ্ছে তারা। রুশ সেনা সমাগমের ফলে যেকোনও সময় যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কা করছে কিয়েভ। সূত্র: আল জাজিরা।