ইউক্রেন উত্তেজনায় মার্কিন সেনা উপস্থিতি নিয়ে যা বলছে ডেনমার্ক

ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র নতুন একটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে। এর আওতায় ডেনমার্কের ভূখণ্ডে মার্কিন সেনাদের উপস্থিতির বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। তবে ইউক্রেন উত্তেজনার কারণে এই আলোচনা হচ্ছে না বলে জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

এক সংবাদ সম্মেলনে ডেনিশ প্রধানমন্ত্রী জানান, এক বছর আগে যুক্তরাষ্ট্র এই আলোচনার অনুরোধ জানিয়েছিল। নরওয়ে ও বাল্টিক দেশগুলোর মতো ন্যাটো মিত্রদের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদারের অংশ হিসেবে ওয়াশিংটন এই উদ্যোগ নেয়।

মেটে ফ্রেডেরিকসেন বলেন, আমরা ইউরোপ ও ডেনমার্কে যুক্তরাষ্ট্রের শক্তিশালী উপস্থিতি চাই। কিন্তু ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার উত্তেজনার কারণে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে না।

তিনি আরও বলেন, কিন্তু ইউক্রেন ঘিরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে স্পষ্ট যে আমাদের শান্তি, আমাদের স্বাধীনতা বা নিরাপত্তা অন্যের অনুগ্রহের ওপর ছেড়ে দিতে পারি না। এই কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও বেশি ঘনিষ্ঠভাবে কাজ করা জরুরি।

যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট মিত্র ডেনমার্কের অবস্থান কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ। বাল্টিক সাগরে জাহাজের জন্য গেটওয়ে ডেনমার্ক। যেখানে রয়েছে রাশিয়ার সামরিক ঘাঁটি।