রোমানিয়ায় আরও মার্কিন সেনা মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত ন্যাটোর

রোমানিয়ায় আরও মার্কিন সেনা মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। শুক্রবার সংস্থাটির মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, পূর্ব ইউরোপকে শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত রাখবে ন্যাটো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

পূর্ব রোমানিয়ার একটি সামরিক বিমান ঘাঁটিতে বাড়তি মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে। সেখানেই রোমানিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেওয়া ভাষণে জেন্স স্টোলটেনবার্গ বলেন, মার্কিন সেনাদের উপস্থিতি ইউরোপের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকেই নির্দেশ করে।

তিনি বলেন, জোটের পূর্ব অংশে ন্যাটোর উপস্থিতি জোরদার করা হচ্ছে। আমরা ন্যাটোর রেসপন্স ফোর্সের প্রস্তুতিও বাড়িয়ে দিয়েছি। এই সেনারা তাদের নিজ ঘাঁটিতে রয়েছে, তবে প্রয়োজনে তাদের জোটের যে কোনও জায়গায় দ্রুত মোতায়েন করা যেতে পারে।’

জেন্স স্টোলটেনবার্গ বলেন, ন্যাটো আরও দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করছে। এর মধ্যে কৃষ্ণ সাগর অঞ্চল সংলগ্ন অন্যান্য দেশগুলোতেও কমব্যাট ফোর্স পাঠানোর বিষয়টি রয়েছে।

ফ্রান্সের পক্ষ থেকে এরইমধ্যে রোমানিয়ায় ভবিষ্যৎ ন্যাটো মিশনের নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এ মিশনে বিভিন্ন দেশের সামরিক বাহিনীর প্রায় হাজারখানেক সদস্য থাকতে পারে।