বেলারুশে আলোচনার প্রস্তাব প্রত্যাখান করেছে কিয়েভ: রাশিয়া

চলমান সংকট নিয়ে কিয়েভের সঙ্গে রাশিয়ার সম্ভাব্য আলোচনার অনিশ্চিয়তা দেখা দিয়েছে। উচ্চ পর্যায়ের আলোচনা বেলারুশের রাজধানী মিনস্ককে হবে, এমন প্রস্তাব দেয় মস্কো। কিন্তু কিয়েভ চাচ্ছে বৈঠকটি পোল্যান্ডের রাজধানী ওয়ারসোতে হোক। ক্রেমলিনের অভিযোগ, বেলারুশে আলোচনার প্রস্তাবটি প্রত্যাখান করেছে কিয়েভ।

ক্রেমলিন বলছে, এরপর থেকে কোনও সাড়া পাওয়া জানাচ্ছে না কিয়েভের। রাশিয়ার এমন অভিযোগের প্রতিক্রিয়া পাওয়ার যায়নি ইউক্রেনের পক্ষ থেকে।

এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, কিয়েভের সঙ্গে আলোচনায় বসতে বেলারুশের রাজধানী মিনস্কে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে আমরা আলোচনার জন্য রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেসিডেন্ট প্রশাসনের প্রতিনিধি পাঠাতে প্রস্তুত। প্রেসিডেন্ট পুতিন এ বিষয়ে বেলারুশের  প্রেসিডেন্ট আলেকজেন্ডার লুকাশেঙ্কোর সঙ্গে কথাও বলেছেন। লুকাশেঙ্কো আলোচনার আয়োজন এবং অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিতে সম্মত হয়েছেন বলেও উল্লেখ করেন দিমিত্রি পেসকভ।

সূত্র: বিবিসি, ব্লুমবার্গ