বেলারুশে রাশিয়ার সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান ইউক্রেনের

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেলারুশে আলোচনার জন্য রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। রবিবার তিনি বলেছেন, রাশিয়ার আক্রমণে বেলারুশ নিজেই অবৈধ কাজের সহযোগী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বেলারুশে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেও অন্য কোনও স্থানে বসার সুযোগ উন্মুক্ত রেখেছেন তিনি।

জেলেনস্কি বলেছেন, মিনস্কতে আলোচনা সম্ভব হতো যদি বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনে হামলা করতো না রাশিয়া। অন্য যেকোনও শহরে আলোচনা হতে পারে।

তিনি আরও বলেন, অবশ্যই আমরা শান্তি চাই, আমরা বসতে চাই, আমরা এই যুদ্ধের অবসান চাই। ওয়ারশ, ব্রাতিস্লাভা, বুদাপেস্ট, ইস্তানবুল, বাকুতে আলোচনার প্রস্তাব দিচ্ছি রাশিয়াকে।

জেলেনস্কির প্রত্যাখ্যানের আগে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছিল, বেলারুশে রাশিয়ার একটি প্রতিনিধি দল পৌঁছেছে। সেখানে তারা আলোচনার জন্য ইউক্রেনীয় কর্মকর্তাদের অপেক্ষায় রয়েছেন।