যুদ্ধবিরতি ও রুশ সেনা প্রত্যাহারের দাবি তুলবে ইউক্রেন

রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে ইউক্রেন-বেলারুশ সীমান্তে পৌঁছেছে ইউক্রেনের প্রতিনিধি দল। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মূল এজেন্ডা হবে যুদ্ধবিরতি এবং ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার।

এর আগে জানা যায়, নিরাপত্তা এবং পরিকল্পনাগত ইস্যুতে ওই আলোচনা স্থগিত করা হয়েছে। তবে পরে ইউক্রেনীয় কর্তৃপক্ষ আলোচনার ভেন্যুতে প্রতিনিধি দল পৌঁছানোর ঘোষণা দেয়। ওই প্রতিনিধি দলে রয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি বেজনিকভ এবং প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক। সোমবার সকালে তারা ইউক্রেন-বেলারুশ সীমান্তে পৌঁছান।

এর আগে রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এই আলোচনা থেকে বড় কোনও কিছু আশা করছেন না তিনি।

তবে জেলেনস্কি জানান, তাদের চেষ্টা করা উচিত এবং ছোট হলেও যেকোনও সুযোগ ব্যবহার করবেন তারা। যাতে কেউ যুদ্ধ থামানোর চেষ্টা হয়নি বলে ইউক্রেনকে দোষারোপ করতে না পারে।

সূত্র: বিবিসি