সীমান্তে আকাশ প্রতিরক্ষা জোরদার করলো বেলারুশ

সীমান্তবর্তী অঞ্চলে আকাশ প্রতিরক্ষা জোরদার করেছে ইউক্রেনের প্রতিবেশী বেলারুশ। শুক্রবার এক সিনিয়র সামরিক কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণে সমর্থন ও সহযোগিতা করছে বেলারুশ। ইউক্রেন দাবি করেছেন, বেলারুশের ভূখণ্ড থেকে ইউক্রেনে রুশ সেনারা প্রবেশ করেছে এবং হামলা চালানো হচ্ছে। পুতিনের ঘনিষ্ঠ বলে পরিচিত লুকাশেঙ্কো এর আগে জানিয়েছেন ইউক্রেনে রুশ অভিযানে অংশগ্রহণের কোনও ইচ্ছা তার নেই। তবে সীমান্তে সেনা মোতায়েন বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিরুদ্ধে মিনস্ক ও মস্কোকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।