পোল্যান্ড-ইউক্রেন সীমান্তে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের পরররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন পোল্যান্ড সফরে রয়েছেন। শনিবার তিনি পোল্যান্ডের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ইউক্রেন সীমান্তের কাছে একটি পোলিশ শহরে এসব বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি পোল্যান্ড-ইউক্রেন সীমান্তে শরণার্থী আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। ইউক্রেনে রুশ হামলার পর কয়েক লাখ মানুষ পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

রাশিয়ার হামলায় ঘটনায় ন্যাটো জোটের সদস্য পোল্যান্ডের পদক্ষেপের প্রশংসা করেছেন ব্লিনকেন। দেশটিতে যুক্তরাষ্ট্রের প্রায় দশ হাজার সেনা অবস্থান করছেন। প্রায় অর্ধেক এসেছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে।

পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ব্লিনকেন বলেন, এই সংকট মোকাবিলায় পোল্যান্ড গুরুত্বপূর্ণ কাজ করছে। ইউক্রেনের নিরাপত্তা সহযোগিতা অনেক কাজ করেছে।

পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত পরিদর্শন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি শরণার্থীদের সঙ্গে কথা বলেন।

শনিবার ব্রাসেলস থেকে পোল্যান্ড পৌঁছান ব্লিনকেন। শুক্রবার ব্রাসেলসে তিনি ন্যাটো, জি-সেভেন ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। তার এসব বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি আলোচিত হয়েছে।  

পোল্যান্ডে তিনি সর্বদলীয় মার্কিন কংগ্রেশনাল প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন। এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছে প্রতিনিধি পরিষদের ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান গ্রেগরি মিকস।

ন্যাটো সদস্যরা রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করতে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে। এসব অস্ত্র বেশিরভাগই পোল্যান্ড হয়ে দেশটিতে প্রবেশ করছে।