রাশিয়ায় বন্ধ হলো নেটফ্লিক্স

তুমুল জনপ্রিয় অনলাইন ভিডিও স্ট্রিমিং পরিষেবা ‘নেটফ্লিক্স’। বিশ্বের বহু মানুষ এই প্ল্যাটফর্মের মাধ্যমে ছবি দেখতে পারেন। মূলত ইউক্রেনে অভিযানের জেরে রাশিয়ায় নিজেদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, সেখানকার পরিস্থিতি বিবেচনায় আমাদের পরিষেবা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি ।

দেশটিতে নেটফ্লিক্স গ্রাহকদের বর্তমান অ্যাকান্টগুলোর কী হবে, আর রাশিয়ায় কবে নাগাদ আবারও তাদের কার্যক্রম শুরু করবে এ নিয়ে কিছু স্পষ্ট করেনি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ায় সরাসরি সম্প্রচার এবং নতুন কন্টেন্ট নিজেদের প্লাটফর্মে আপলোড করা বন্ধ করে দিয়েছে টিকটক। দেশটির ‘ফেইক নিউজ’ আইনের কথা উল্লেখ করে এই পদক্ষেপ নিয়েছে ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি। এর আগে ফেবসবুক এবং টুইটারকে নিজেদের দেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করে মস্কো।

ইউক্রেনের রাশিয়ার অভিযানের জেরে অনেক প্রতিষ্ঠান দেশটিতে নিজেদের কার্যক্রম সাময়িক সময়ের জন্য গুটিয়ে নিচ্ছে।

সূত্র: সিএনএন, রয়টার্স।