ঈশ্বরের দোহাই, এই ম্যাসাকার থামান: রাশিয়াকে পোপ

ইউক্রেনে রুশ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। রবিবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে সাপ্তাহিক প্রার্থনার সময় ঈশ্বরের দোহাই দিয়ে এই আগ্রাসন থামাতে মস্কোর প্রতি আহ্বান জানান তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

পোপ ফ্রান্সিস বলেন, ‘ঈশ্বরের দোহাই, দুর্দশাগ্রস্ত মানুষের আর্তনাদ শুনুন এবং বোমাবাজি ও হামলা থামান। ঈশ্বরের দোহাই দিয়ে আপনাদের বলছি, এই  ম্যাসাকার থামান।’

তিনি বলেন, শিশুদের হাসপাতাল এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে বোমা হামলা ‘বর্বরোচিত’ এবং এর ‘কোনও বৈধ কৌশলগত কারণ নেই।’

সিএনএন জানিয়েছে, সেন্ট পিটার্স স্কয়ারে এদিন ইউক্রেনে শান্তির জন্যও প্রার্থনা করেন পোপ ফ্রান্সিস। ইউক্রেনের বিরুদ্ধে রুশ অভিযানকে ‘অগ্রহণযোগ্য সশস্ত্র আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করেন তিনি।

তিনি বলেন, ‘শহরগুলো কবরস্থানে পরিণত হওয়ার আগে যেটি দরকার তা হলো অগ্রহণযোগ্য সশস্ত্র আগ্রাসন বন্ধ করা।’