বেলজিয়ামে ভিড়ের মধ্যে তুলে দিলো গাড়ি, নিহত ৬

বেলজিয়ামে ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেওয়ায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। রবিবার স্ট্রেপি-ব্র্যাকেনিজ শহরে ঐতিহ্যবাহী উৎসব 'কার্নিভ্যাল প্যারেড'-এ গাড়ি চাপায় এ হতাহতের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

শহরের মেয়র জ্যাকস গোবার্ট বলেন, 'ঐতিহ্যবাহী উৎসবে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছেলেন ১৫০ থেকে ২০০ জন মানুষ। হঠাৎ একটি দ্রুতগামী গাড়ি ভিড়ের মধ্যে তুলে দেয়। এতে কমপক্ষে ৪০ জন আহত হন। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এটিকে জাতীয় বিপর্যয় হিসেবে বিবেচনা করা উচিত'।

ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী

এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে এখনই সন্ত্রাসী হামলা বলছে না পুলিশ । পুলিশের মুখপাত্র ক্রিস্টিনা ল্যানোকো বিবিসিকে বলেন, 'দুঃখজনক ঘটনা। তবে পুলিশ গাড়িটিকে দ্রুত থামিয়ে দিয়েছে'। 

গাড়ির চালক এবং তার সঙ্গে থাকা অন্যদেরও আটক করেছে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় শোক জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।