মারিউপোলে ধ্বংসাবশেষ ছাড়া কিছুই নেই: জেলেনস্কি

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিউপোলে ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার ইতালির পার্লামেন্টে ভিডিও কনফারেন্স ভাষণে কৌশলগত গুরুত্বপূর্ণ শহরের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন তিনি।

মারিউপোল ইউক্রেনের গুরুত্বপূর্ণ একটি শহর। রাশিয়ার সীমান্তের একেবারে কাছাকাছি হওয়ায় অভিযানের শুরু থেকে রুশ বাহিনী গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। ফলে মারিউপোলের সামরিক এবং বেসামরিক অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে দাবি করছে কিয়েভ। ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলেছে, রাশিয়ার হামলায় খাদ্য, ওষুধ, বিদ্যুৎ এবং পানি সরবরাহ বন্ধ হওয়ায় চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে শহরটিতে। বর্তমানে তিন লাখের মতো বাসিন্দা অবস্থান করলেও অবরুদ্ধ করে ফেলেছে রাশিয়ান সেনারা।

মারিউপোলের এমন পরিস্থিতি তুলে ধরে ইতালির আইনপ্রণেতাদের উদ্দেশে জেলেনস্কি বলেন, 'মারিউপোলের কাউন্সিল জানিয়েছেন রুশ বাহিনী শহরে দুটি বড় বোমা ফেলেছে। কিন্তু ক্ষয়ক্ষতি ও হতাহত নিয়ে বিস্তারিত জানাননি'।

শহরের কাউন্সিল বলেছেন, ‘এই বিষয়টি পরিষ্কার যে মারিউপোলকে শহর হিসেবে দেখতে আগ্রহী নয় দখলদাররা। তারা এটিকে সমতল ভূমিতে পরিণত করে মৃত জমির ছাইয়ে পরিণত করতে চায়’।

রাশিয়া বরাবরই অস্বীকার করছে তাদের টার্গেট বেসামরিক স্থাপনা নয়। এর আগে মারিউপোলের বেসামরিকদের বের হওয়ার সুযোগ করে দিতে সেখানে মানবিক করিডোর স্থাপনের আবারও আহ্বান জানান ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী আইরিনা ভেরেশচুক।

সূত্র: বিবিসি।