রুশ কয়লা আমদানি নিষিদ্ধের অনুমোদন পোল্যান্ডের মন্ত্রিসভার

রুশ কয়লা আমদানি নিষিদ্ধ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাবে অনুমোদন পোল্যান্ডের মন্ত্রিসভা। পোলিশ মন্ত্রিপরিষদের মুখপাত্র পিওর মুলার বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পিওর মুলার জানিয়েছেন, রাশিয়ান কয়লা আমদানিতে নিষেধাজ্ঞার অনুমোদন সংক্রান্ত খসড়া আইনটি সরকার গ্রহণ করেছে।

ওয়ারশতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিওর মুলার বলেন, ‘আমরা চাই না যে এই আমদানিগুলো আর সম্ভব হোক। যদিও আমরা বুঝতে পারছি, ইউরোপীয় ইউনিয়ন আজ পর্যন্ত এই ধরনের পদক্ষেপগুলো অনুমোদন করেনি। ফলে এ সংক্রান্ত একটি ঝুঁকি রয়েছে।’

আল জাজিরা-র খবরে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের  পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করতে হলে তাতে ব্লকটির অন্য দেশগুলোরও সম্মতি থাকতে হবে। জোটের বাইরে একতরফা সিদ্ধান্ত নেওয়া দেশগুলোর বিরুদ্ধে জোটগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।