ইউক্রেনের সঙ্গে আলোচনা জার্মানির

রুশবিরোধী নিষেধাজ্ঞাসহ বিভিন্ন বিষয় নিয়ে ইউক্রেনের সঙ্গে আলোচনা করেছে জার্মানি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

টুইটারে দেওয়া পোস্টে ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশবিরোধী নিষেধাজ্ঞা ছাড়াও প্রতিরক্ষা এবং আর্থিক সহায়তার মতো বিষয়গুলো নিয়েও কথা হয়েছে তাদের।

যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার ব্যাপারেও দুই নেতা একমত হয়েছেন বলে জানিয়েছেন জেলেনস্কি।

এদিকে ইউক্রেনে নতুন করে আরও একটি গণকবর পাওয়ার দাবি করেছে স্থানীয় প্রশাসন। কিয়েভের বুজোভা গ্রামে এটির সন্ধান মিলেছে বলে জানিয়েছেন বুজোভা  দিমিত্রিভকা সম্প্রদায়ের প্রধান তারাস ডিডিচ। তিনি জানান, একটি জ্বালানি পাম্পের কাছে মৃতদেহগুলো পাওয়া গেছে।