রুশ তেলের আমদানি বাড়ানো ভারতের স্বার্থের মধ্যে পড়ে না: বাইডেন

রাশিয়া থেকে জ্বালানি তেলের আমদানি বাড়ানো ভারতের স্বার্থের মধ্যে পড়ে না। বরং এতে করে ইউক্রেনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের যে প্রতিক্রিয়া সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাপকালে নিজ দেশের এমন মনোভাবের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক সংবাদ সম্মেলনে দুই নেতার এমন আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সোমবার ভিডিও লিংকের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ঘণ্টাব্যাপী কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই নেতার এই কথোপকথনকে ‘উষ্ণ’ ও ‘অকপট’ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন মার্কিন কর্মকর্তারা।

আলাপকালে দুই নেতা ইউক্রেনের অভ্যন্তরে, বিশেষ করে বুচাতে বেসামরিক লোকজনের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়া ও চীনের নিজেদের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ভারতের উদ্বেগ রয়েছে। এমন বাস্তবতায় মার্কিন কর্মকর্তারা বলছেন, রাশিয়ার শক্তির ওপর নির্ভর করে বিশ্বে ভারতের অবস্থান শক্তিশালী হবে না।

হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেছেন, ‘প্রেসিডেন্ট খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, রুশ তেলের আমদানি বাড়ানো ভারতের স্বার্থের মধ্যে পড়ে না।’

এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত ভারত নয়, বরং ইউরোপের দিকে ফোকাস করা। সম্ভবত মাসজুড়ে আমাদের মোট আমদানির পরিমাণ ইউরোপের একটি বিকালের চেয়েও কম হবে।