‘মস্কোতে চাকরি হারানোর ঝুঁকিতে প্রায় দুই লাখ মানুষ’

ইউক্রেনে রুশ আগ্রাসনের বাস্তবতায় ইতোমধ্যেই রাশিয়ায় নিজেদের কার্যক্রম স্থগিত বা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বহু বিদেশি কোম্পানি। এমন বাস্তবতায় চাকরি হারাতে পারেন মস্কোতে থাকা বিদেশি কোম্পানিগুলোর প্রায় দুই লাখ কর্মী। এক ব্লগ পোস্টে এমন আশঙ্কার কথা জানিয়েছেন মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সার্গেই সোবিয়ানিন বলেন, আমাদের হিসাবে প্রায় দুই লাখ লোক কাজ হারানোর ঝুঁকিতে রয়েছেন। শহর কর্তৃপক্ষ তাদের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, যেসব বিদেশি প্রতিষ্ঠান অস্থায়ীভাবে তাদের কার্যক্রম স্থগিত করেছে কিংবা রাশিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, তাদের কর্মীদের জন্য এরইমধ্যে একটি প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ। এর আওতায় নতুন কর্মসংস্থানে সহায়তা দিতে চার কোটি ১০ লাখ মার্কিন ডলারের তহবিল অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে চাকরি হারানো ৫৮ হাজারেরও বেশি মানুষ উপকৃত হবেন।