ইউক্রেন সফর নিয়ে যা বললেন পোপ

ইউক্রেন সফরে যাওয়ার পরিকল্পনা নিয়ে কথা বলেছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। আর্জেন্টাইন দৈনিক লা ন্যাসিয়নকে তিনি বলেছেন, ‘সফরের পরদিনও যদি যুদ্ধ অব্যাহত থাকে তাহলে পোপের কিয়েভ যাওয়া কী ভালো হবে?’

এর আগে এ মাসের গোড়ার দিকে দেশটিতে সফরে যাওয়ার বিষয়টি বিবেচনার কথা জানিয়েছিলেন পোপ ফ্রান্সিস। এখন সেই পরিকল্পনা থেকে সরে এলেও যুদ্ধ বন্ধে সম্ভব সবকিছু করার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।

গত মাসে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত জনতার উদ্দেশ্যে দেওয়া সাপ্তাহিক ভাষণে এই সংঘাত নিয়ে কথা বলেন পোপ।

তিনি বলেন, ইউক্রেনে সামরিক অভিযান নয়, বরং যুদ্ধ চালাচ্ছে রাশিয়া। এই যুদ্ধ ইউক্রেনকে বিপর্যস্ত করে দিচ্ছে। দেশটিতে রক্ত ও অশ্রুর নদী বইছে। এটি কেবল একটি সামরিক অভিযান নয় বরং একটি যুদ্ধ যা মানুষকে মৃত্যু, ধ্বংস ও দুর্দশার দিকে নিয়ে যাচ্ছে। ঈশ্বরের দোহাই, দুর্দশাগ্রস্ত মানুষের আর্তনাদ শুনুন এবং বোমাবাজি ও হামলা থামান। ঈশ্বরের দোহাই দিয়ে আপনাদের বলছি, এই  ম্যাসাকার থামান।