তুরস্ক হয়ে মস্কো ও কিয়েভ যাবেন গুতেরেস

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সোমবার তুরস্ক সফর করবেন। সেখান থেকে তিনি প্রথমে মস্কো ও পরে কিয়েভ সফর করবেন। মস্কো ও কিয়েভে তিনি যথাক্রমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন। শনিবার জাতিসংঘের এক বিবৃতিতে একথা বলা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারা পৌঁছাবেন গুতেরেস। এখানে তাকে অভ্যর্থনা জানাবেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

জাতিসংঘের ত্রাণ প্রধান মার্টিন গ্রিফিতস ১৮ এপ্রিল জানান, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার মানবিক আলোচনায় তুরস্ক গুরুত্বপূর্ণ আয়োজক।

মহাসচিবের সহযোগী মুখপাত্র এরি কানেকো শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, মঙ্গলবার মস্কো সফর করবেন গুতেরেস। সেখানে তিনি পুতিনের সঙ্গে বৈঠক করবেন এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে মধ্যাহ্নভোজ করবেন। ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনতে করণীয় নিয়ে তিনি আলোচনার আশা করছেন।

শুক্রবার জাতিসংঘ আরও জানিয়েছে, বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা ও জাতিসংঘ সংস্থার কর্মীদের সঙ্গে মানবিক সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে কথা বলবেন।