ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেবে জার্মানি

ইউক্রেনকে বিমান বিধ্বংসী ট্যাংক দিয়ে সহায়তা করতে যাচ্ছে জার্মান সরকার। এর মধ্যেই যুক্তরাষ্ট্রে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত এমিলি হ্যাবার জানিয়েছেন, ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেবে জার্মানি। তা হবে জার্মানির ভূখণ্ডেই।

মঙ্গলবার রাষ্ট্রদূত বলেন, ইউক্রেনে বিমান বিধ্বংসী ট্যাংক পাঠানোর পাশাপাশি সেনা প্রশিক্ষণ দেওয়া হবে।

এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর বিষয়ে দক্ষিণ-পশ্চিম জার্মানির বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রসহ ৪০ দেশের প্রতিনিধিরা জরুরি বৈঠকে মিলিত হয়েছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনীর সক্ষমতা বাড়ানোর বিষয়ে মনোযোগী হওয়ার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগে এই বৈঠকটি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি