ইউক্রেনে সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি ম্যাক্রোঁর

ইউক্রেনে সামরিক ও মানবিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাপের পর এ কথা জানালেন তিনি।

ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার বোমা হামলা ও দক্ষিণের বন্দর শহর মারিউপোলে অসহনীয় পরিস্থিতি নিয়ে শনিবার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ম্যাক্রোঁ।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাসে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই কিয়েভকে দূর পাল্লার আর্টিলারি সরবরাহ করেছে ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্রদেশগুলো। ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেনকে সহায়তার পরিমাণ ৬১৫ টনের মতো।

রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনেকে ধাপে ধাপে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একাধিক দেশ। ইউক্রেনকে অস্ত্র না দিতে আবারও আহ্বান জানিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, তারা যদি ইউক্রেন সংকট সমাধানে সত্যিই আগ্রহী হয় তবে অবশ্যই অস্ত্র সরবরাহ বন্ধ করা উচিত।