ইউক্রেনের যুদ্ধ মানবতার নিষ্ঠুর অবনমন: পোপ

ইউক্রেনের যুদ্ধকে মানবতার নিষ্ঠুর অবনমন হিসেবে আখ্যায়িত করেছেন পোপ ফ্রান্সিস। রবিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্সবার্গে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

রুশ আগ্রাসন তাকে বেদনাহত করেছে বলে জানান পোপ ফ্রান্সিস।

মারিওপোলের স্টিল কারখানায় আটকেপড়া ব্যক্তিদের সরিয়ে নিতে মানবিক করিডোর স্থাপনেরও আহ্বান জানান তিনি।

এর আগে গত মার্চে পোপ বলেন, ইউক্রেনে সামরিক অভিযান নয়, বরং যুদ্ধ চালাচ্ছে রাশিয়া। এই যুদ্ধ দেশটিকে বিপর্যস্ত করে দিচ্ছে।

পোপ ফ্রান্সিস বলেন, ‘ইউক্রেনে রক্ত ও অশ্রুর নদী বইছে। এটি কেবল একটি সামরিক অভিযান নয় বরং একটি যুদ্ধ যা মানুষকে মৃত্যু, ধ্বংস ও দুর্দশার দিকে নিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘ঈশ্বরের দোহাই, দুর্দশাগ্রস্ত মানুষের আর্তনাদ শুনুন এবং বোমাবাজি ও হামলা থামান। ঈশ্বরের দোহাই দিয়ে আপনাদের বলছি, এই  ম্যাসাকার থামান।’