রুশ তেলে ফের ইউরোপের নিষেধাজ্ঞার দাবি

রাশিয়ার কাছ থেকে তেল আমদানিতে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা চায় পোল্যান্ড। নিজ দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন দেশটির জলবায়ু বিষয়ক মন্ত্রী আনা মোসকওয়া। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আনা মোসকওয়া বলেন, পোল্যান্ড চায় ইউরোপীয় ইউনিয়ন সুনির্দিষ্ট একটি তারিখ নির্ধারণ করুক, যেই তারিখের মধ্যে সদস্য দেশগুলোকে রাশিয়ার কাছ থেকে তেল আমদানি বন্ধ করতে হবে।

তিনি বলেন, আমরা এই নিষেধাজ্ঞা প্যাকেজটিতে সব দেশের জন্য একটি নির্দিষ্ট তারিখ যুক্ত করতে চাই। একটি পূর্ণাঙ্গ প্যাকেজ হওয়া উচিত।

ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরু থেকেই মস্কোর বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের জোরালো পদক্ষেপের দাবিতে সরব পোল্যান্ড। কিন্তু জোটের অনেক সদস্য দেশ জ্বালানি খাতে রাশিয়ার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হওয়ায় এ নিয়ে ব্লকটির মধ্যে মতভেদ রয়েছে।

এরইমধ্যে রুশ মুদ্রা রুবলে অর্থ পরিশোধের মস্কোর দাবি প্রত্যাখ্যান করায় গত সপ্তাহে বুলগেরিয়া ও পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া।