রুশ সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে ইউক্রেন: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ বিশ্বের অন্যতম শক্তিশালী রুশ সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আগামী কয়েক বছর রাশিয়ার সশস্ত্রবাহিনী নিজের পায়ের নিচে মাটি খুঁজে পাবে না। শনিবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি এসব কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

স্ত্রী ওলেনা জেলেনস্কাকে সঙ্গে নিয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্টের ৭৫ মিনিটের ভাষণটি আগেই রেকর্ড করা ছিল। দায়িত্ব গ্রহণের তিন বছর পূর্তি উপলক্ষে ভাষণটি প্রচার করা হয়েছে।

এমন দাবি করলেও জেলেনস্কি যুদ্ধক্ষেত্রে জয়ের বড় প্রত্যাশার বিষয়ে সতর্কতার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ২৩ ফেব্রুয়ারি রুশ আগ্রাসনের আগের অবস্থায় ফিরে যাওয়া হবে জয়।

এর অর্থ হবে যুদ্ধের প্রথম পর্যায়ের অবসান বলেও উল্লেখ করেন তিনি। জেলেনস্কি বলেছেন, এই যুদ্ধে কেবল কূটনীতির মাধ্যমে সমাধান করা সম্ভব।

জেলেনস্কি বলেছেন, আক্রমণ মোকাবিলায় ইউক্রেন যথেষ্ট প্রস্তুত ছিল। তিনি ইঙ্গিত দিয়েছেন, রাশিয়া তাদেরকে খাটো করে দেখেছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, তারা অনেক কিছু সম্পর্কে জানে না।