কিসিঞ্জারের ওপর চটেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি

ইউক্রেনের কিছু ভূখণ্ড রাশিয়ার কাছে ছেড়ে শান্তি আলোচনায় বসা উচিত, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের এমন পরামর্শে চটেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বুধবার (২৫ মে) ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়া যাই করুক না কেন, এমন কেউ আছেন যিনি বলেন, ‘আসুন এর স্বার্থ বিবেচনা করা যাক’। এ বছর এমনই শোনা গেল দাভোসে। হাজার হাজার রুশ ক্ষেপণাস্ত্র ইউক্রেনে আঘাত করার পরও। হাজার হাজার মানুষ মারা যাওয়ার পরও। বুচা কিংবা মারিউপোলে নৃশংস পরিস্থিতির পরও। অনেক শহর ধ্বংস হওয়ার পরও। যেখানে রুশ রাষ্ট্র দ্বারা ইউক্রেনে হত্যা, খুন, গুম, নির্যাতন এবং ধর্ষণের মতো ঘটনা ঘটছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ইউরোপে এমনই ঘটাচ্ছে। এরপরও দাভোসে, গভীর অতীত থেকে উঠে কিসিঞ্জার বলেন, ইউক্রেনের কিছু ভূখণ্ড মস্কোর কাছে ছেড়ে দেওয়া উচিত।

গত সোমবার সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কিসিঞ্জার সুইজরল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে (ডব্লিউইএফ) বলেছিলেন, আগামী দুই মাসের মধ্যে আলোচনা শুরু করা দরকার। যেন অস্থিরতা ও উত্তেজনা বন্ধ হয়। আদর্শভাবে, বিভাজন রেখাটি স্থিতাবস্থায় প্রত্যাবর্তন হওয়া উচিত। মূলত ইউক্রেন ডনবাস ও ক্রিমিয়ার বেশিরভাগ অংশ ছেড়ে দিতে সম্মত হওয়ার পরামর্শ দেন তিনি।

হেনরি কিসিঞ্জারের এমন মন্তব্যকে ১৯৩৮ সালের জার্মানির নাৎসি বাহিনীর কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, মনে হচ্ছে কিসিঞ্জারের ক্যালেন্ডার ২০২২ সালের নয় বরং ১৯৩৮ সালের।

সূত্র: নিউজউইক, সিএনএন।