ডনবাস আবারও ইউক্রেনের হবে: জেলেনস্কি

পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে রাশিয়ার অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। ২৭ মে শুক্রবার লিমান নামে ডনবাসের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহরের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেয় সেখানকার রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা। তবে শুক্রবার রাতে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ডনবাস আবারও ইউক্রেনের হবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

ডনবাসের বর্তমান পরিস্থিতিকে ‘খুব কঠিন’ হিসেবে আখ্যায়িত করেন জেলেনস্কি। অঞ্চলটির রাশিয়ার সামরিক উপস্থিতি জোরদারের কথাও জানান তিনি।

রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনীয় প্রতিরোধ জোরালো করার তাগিদ দেন জেলেনস্কি।

তিনি বলেন, ডনবাস আবারও ইউক্রেনের হবে। এমনকি রাশিয়া যদি সেখানে ধ্বংস ডেকে আনে, তারপরও কিয়েভ প্রতিটি শহর, প্রতিটি সম্প্রদায়কে পুনর্গঠন করবে। এর কোনও বিকল্প নেই।

বিবিসি জানিয়েছে, ডনবাসের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা শুক্রবার যে লিমান শহরের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছে সেটির অবস্থান ইউক্রেনের স্লোভিয়ানস্ক শহরে যাওয়ার রাস্তার ওপর দিয়ে। এছাড়া এটি একটি গুরুত্বপূর্ণ রেল সংযোগস্থল। রাশিয়া যেভাবে পুরো ডনবাস এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে সেই প্রয়াসে এ শহরটি একটি গুরুত্বপূর্ণ টার্গেট।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির একজন উপদেষ্টা ওলেক্সেই আরেস্টোভিচ বলেছেন, তাদের পাওয়া খবর অনুযায়ী তারা লিমানের নিয়ন্ত্রণ হারিয়েছেন। রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা এখন শহরটি নিয়ন্ত্রণ করছে।

মস্কো সম্প্রতি ডনবাস অঞ্চলকে তাদের যুদ্ধপ্রয়াসের মূল কেন্দ্রে পরিণত করেছে। লুহানস্কের ৯০ শতাংশেরও বেশি এলাকা এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। অন্যদিকে ডোনেস্ক অঞ্চলের যুদ্ধেও রাশিয়া ব্যাপক অগ্রগতি লাভ করেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন অভিযান শুরু করার পর থেকেই রাশিয়া বলে আসছে যে, তার সেনাবাহিনী ডনবাসকে পুরোপুরি মুক্ত করার জন্য লড়াই করছে। রুশ অভিযান শুরুর আগে থেকেই মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা সেখানে বিস্তীর্ণ এলাকা দখল করে রেখেছিল। বিবিসির বিশ্লেষক পল কারবি বলছেন, লিমান দখল করাটা রুশ সমর্থিত বিদ্রোহীদের জন্য একটি বড় মুহূর্ত। গত এক সপ্তাহের মধ্যে রাশিয়ার জন্য এটি দ্বিতীয় বড় সাফল্য। এর আগে তাদের হাতে আরও দক্ষিণের স্ভিটলোডারস্ক শহরটির পতন হয়।