আজারবাইজান সফরে যাচ্ছেন এরদোয়ান

আজারবাইজান সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। শনিবার তার এই সফরে যাওয়ার কথা রয়েছে। শুক্রবার তুর্কি সরকারের যোগাযোগ দফতরের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

আজারবাইজানের রাজধানী বাকুতে বৃহস্পতিবার শুরু হয়েছে তুর্কি প্রযুক্তি ও বিমান মেলার প্রথম আন্তর্জাতিক সংস্করণ টেকনোফেস্ট আজারবাইজান। সফরে ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়া এই মেলা পরিদর্শনের কথা রয়েছে এরদোয়ানের।

উল্লেখ্য, তুরস্ক ও আজারবাইজানকে পরস্পরের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করা হয়। কারাবাখ ইস্যুতে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে আজারবাইজানের জয়ের নেপথ্যে আঙ্কারার বড় ধরনের ভূমিকা ছিল বলে মনে করা হয়। ওই সময় তুরস্কের বিরুদ্ধে আজারবাইজানকে সহায়তা দেওয়ার অভিযোগ তোলে আর্মেনিয়া।