ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করুন, জার্মানি-ফ্রান্সকে পুতিন

জার্মানির চ্যান্সেলর ওলফ শলৎজ ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে সতর্ক করে ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহ বৃদ্ধি পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে। শনিবার দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে টেলিফোনে প্রায় ৮০ মিনিটের আলাপে এই সতর্কবার্তা দেন তিনি।

পশ্চিমা অস্ত্র স্থানান্তরের বিরুদ্ধে ক্ষোভ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। ইউক্রেনে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা বিপজ্জনক ও অস্থিতিশীলতার পাশাপাশি মানবিক সংকট বৃদ্ধির ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন পুতিন।  

৮০ মিনিটের আলাপে অবিলম্বে যুদ্ধবিরতির পাশাপাশি ইউক্রেন থেকে সব রুশ সেনা প্রত্যাহারে আবারও পুতিনকে জোরালো আহ্বান জানিয়েছেন ম্যাক্রোঁ ও শলৎজ।

পুতিনকে চলমান যুদ্ধ বন্ধ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনার তাগিদ দিয়েছেন ইউরোপের এই দুই নেতা।

তবে জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি এড়িয়ে সংলাপ আবারও শুরুর ইঙ্গিত দিয়েছেন পুতিন।

এদিকে ইউক্রেনের বন্দরে আটকে থাকা লাখ লাখ টন খাদ্যশস্য পণ্য নিয়েও আলোচনা হয়েছে তিন দেশের সরকারের প্রধানের মধ্যে।

সূত্র: আল জাজিরা।