ইউক্রেনে ফরাসি সাংবাদিক নিহতের স্বীকারোক্তি ম্যাক্রোঁর

ইউক্রেনে একজন ফরাসি সাংবাদিক নিহত হওয়ার কথা স্বীকার করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার টুইটারে দেওয়া এক পোস্টে এই স্বীকারোক্তি দেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

টুইটে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘সাংবাদিক ফ্রেডেরিক লেক্লার্ক-ইমহফ যুদ্ধের বাস্তবতা দেখানোর জন্য ইউক্রেনে ছিলেন। রুশ বোমা হামলা থেকে বাঁচতে পালাতে বাধ্য হওয়া বেসামরিকদের সঙ্গে একটি মানবিক বাসে তিনি গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন।’

লেক্লার্ক-ইমহফের নিয়োগকর্তা ফরাসি টিভি চ্যানেল বিএফএম-টিভির পক্ষ থেকে তাদের ওই সংবাদকর্মী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অবিলম্বে তার মৃত্যুর তদন্তের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। দেশটির দাবি, তারা ‘বিশেষ সামরিক অভিযান’ পরিচালনা করছে। তবে ইউক্রেন ও পশ্চিমারা এই আক্রমণকে বিনা উসকানিতে আগ্রাসী যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে। চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও বেসামরিক হত্যার অভিযোগ এনেছে পশ্চিমারা। তবে এমন অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো।